How to Remove Green Algae From Pond | পুকুরে সবুজ স্তর বা শেওলা দূর করার উপাই

পানির রং ঘন সবুজ হয়ে গেলে বা পানির শেঁওলা স্তর পড়লে বিভিন্ন সমস্যায় দেখা দেই,,আর মাছ মরতে শুরু করে দেই,, __পুকুরে সবুজ শেওলা হওয়ার কারন__ পুকুরে অতিরিক্ত খাবার ও সার প্রোয়োগ করলে এই সমস্যা দেখা দেই,, পুকুরে শেওলা দূর করতে চাইলে যেটা করবেন প্রথমেই যেটা করবেন সার এবং খাবার দেয়া থেকে বিরত থাকবেন। আর শতকে ১০- ১৫ গ্রাম তুতে বা কপার সালফেট পুকুরে প্রোয়োগ করবেন,, তুতে বা কপার সালফেট দেয়ার নিয়ম হচ্চে,,ছোট ছোট পুটলায় করে ১০ সেন্টিমিটার পানির নিচে বাশের কিঞ্চিতে বেধে দিবেন।তার পরে যা করবেন শতাংশ ১ কেজি পাথরের চুন পানিতে পাতলা করে গুলে দিয়া দিবেন। দেখবেন কিছু দিনের বিতরে,,শেওলা দূর হয়ে যাবে।

No comments: