zooplankton | পুকুরে জুপ্লাংকটন তৈরির কৌশল | পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করে মাছ চাষে লাভবান
zooplankton | পুকুরে জুপ্লাংকটন তৈরির কৌশল | পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করে মাছ চাষে লাভবান পুকুরে জুপ্লাংকটন তৈরির শুরুতে চিটাগুড়, আটা অথবা অটোব্রান, ইস্ট ও পানি একসাথে একটি ড্রামে ভালোভাবে নাড়তে হবে যাতে সবগুলি উপাদান ভালোভাবে মিশে যায়। এরপর মিশ্রিত উপাদানের ড্রামটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এর ২৪ ঘন্টা পর ড্রামের উপরের অংশে একটি পাতলা আবরণ লক্ষ্য করা যাবে। এরপর তা বালতি অথবা অন্য কোন পাত্রে রোদ থাকাকালীন অবস্থাতে পুকুরে ছিটিয়ে দিতে হবে। এরপর সমপরিমাণ পানি দিয়ে আবার ড্রামটি ঢেকে দিতে হবে। পরবর্তীতে ড্রামের বাকিটুকু প্রয়োগ করার সময় রোদ থাকা অবস্থাতেই পুকুরে ছিটিয়ে দিতে হবে। এভাবে পুকুরে প্রয়োগ করলে পানি সবুজ হবে এবং পুকুরে প্লাংকটনের মাত্রা বৃদ্ধি পাবে। প্রতি শতকে ব্যবহারের জন্যঃ ৫০ গ্রাম চিটাগুড় ১ লিটার উষ্ণ গরম পানি ২০০ গ্রাম আটা ৫ গ্রাম ইস্ট
No comments: